মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
পুকুর বুজিয়ে তৈরি বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পরিবেশ ও দূষণ সংক্রান্ত একটি বিধি নিয়ে আলোচনার সূত্রে মঙ্গলবার তিনি বলেন, ‘‘জলাজমি আমাদের ফুসফুসের মতো কাজ করে। কেউ যেন তা ভরাট করতে না পারে। অনেক পুরসভা পুকুর ভরাট করে দেয়। একটা বাড়ি করতেই পারলেই যেন ভাল!’’ সেই সূত্রে তিনি বলেন, ‘‘স্থানীয় স্তরে কিছু মানুষ নিজেদের স্বার্থে এটা করে। নগরোন্নয়ন দফতরকে বলব, ভেঙে দিতে হবে।’’
রাজ্যের পুর এলাকায় বাড়ি তৈরির অনিয়ম নিয়েও এ দিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কলকাতায় বাড়ি তৈরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা ছাড়ার নিয়ম থাকে। ইচ্ছা মতো বাড়ি করছে। দমকল কী ভাবে ঢুকবে, সে কথাও ভাবা হচ্ছে না।’’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য, ‘‘এই সব কথা উনি কেন বলেন? নাটক করছেন উনি? পুকুর ভরাট কে করে? ওঁর (মুখ্যমন্ত্রী) পুর-প্রতিনিধিরা তো পুকুর ভরাট করে জলা জমি বুজিয়ে প্রোমোটিং করে। আপনার মন্ত্রী জাভেদ খান এবং তাঁর ছেলে কী করে আপনি জানেন না? পুলিশের ক্ষমতা আছে তাঁদের স্পর্শ করার? আপনার আশীর্বাদ না থাকলে তাঁদের এত সাহস হত?’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে