BJP

বিজেপি নয়, কংগ্রেসে আসুন, ডাক অধীরের

বিজেপি এবং তৃণমূলকে একই সুরে বিঁধে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০৫:৪৯
Share:

দমদমে মিছিলের পর কংগ্রেসের সমাবেশে জিতিন প্রাসাদ, অধীর চৌধুরী প্রমুখ। নিজস্ব চিত্র।

রাজ্যের শাসক তৃণমূল শিবিরে বিক্ষোভ এবং বেসুর ক্রমেই বাড়ছে। বিক্ষুব্ধদের অনেকেই পা বাড়িয়ে গেরুয়া শিবিরের দিকে, বিজেপিও তাঁদের স্বাগত জানাতে তৈরি। এই টানাপড়েনের মধ্যেই এ বার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আহ্বান, যাঁরা ‘সুস্থ রাজনীতি’ করতে চান, তাঁরা কংগ্রেসে আসুন।

Advertisement

তৃণমূলে পদত্যাগের হিড়িক এবং রাজ্যে দল বদলের আবহের প্রেক্ষিতে বৃহস্পতিবার অধীরবাবু বলেছেন, ‘‘মন্ত্রী বা সাংসদের মতো বড় পদে যাঁরা আছেন, তাঁরা হয়তো তৃণমূল ছেড়ে বিজেপির দিকে যাবেন। কিন্তু খাওয়া-খাওয়ির বাইরে যাঁরা নীতি-আদর্শ নিয়ে ভাবেন, জেলায় জেলায় যাঁরা সুস্থ রাজনীতি করতে চান, তাঁদের আহ্বান জানাচ্ছি। তাঁদের জন্য কংগ্রেসের দরজা শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সারা রাত খোলা!বাংলা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জায়গা। বিজেপি এখন ক্ষমতা দেখালেও এই আদর্শে তারা খাপ খায় না। তাই তৃণমূলের কর্মী-সমর্থক, স্থানীয় স্তরের নেতাদের বলছি, আসুন সুস্থ রাজনীতির জন্য লড়াই করি।’’ বামফ্রন্টকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূলে বিরোধী দলের পঞ্চায়েত-পুরসভা দখল, বিধায়ক কেনা, নানা দুর্নীতিইগুরুত্ব পেয়েছে বলে অধীরবাবুর অভিযোগ। এবং এখন সেই একই খেলায় তাদের ঘর ভাঙছে বলে ফের মন্তব্য করেছেন প্রদেশ সভাপতি।

বিজেপি এবং তৃণমূলকে একই সুরে বিঁধে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদও। কেন্দ্রের কৃষি বিল বাতিলের দাবিতে ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এ দিন দমদমে মিছিল ও নাগেরবাজারে সভায় যোগ দিয়েছিলেন জিতিন, ,সহ-পর্যবেক্ষক বি পি সিংহ, অধীরবাবু, শুভঙ্কর সরকার এবং উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলা (শহরাঞ্চল) কংগ্রেস সভাপতি তাপস মজুমদার প্রমুখ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন