News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১১

শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে সিবিআই। ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ ম্যাচ। কেমন থাকেন ঐন্দ্রিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ০৭:৩৩
Share:

শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ফাইল চিত্র।

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু

Advertisement

আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরুর দিনেই রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা হতে পারে বিধানসভায়। আজ বিধানসভার অধিবেশনের দিকে নজর থাকবে।

প্রাথমিক মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে আজ তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের। অন্য দিকে, চাকরি ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ২৬৯ জন। আজ ওই মামলাটিরও শুনানি রয়েছে শীর্ষ আদালতে।

শুভেন্দুর কাঁথির বাড়িতে তৃণমূলের কর্মসূচি নিয়ে মামলার শুনানি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তৃণমূল। এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন শুভেন্দু। এই মামলায় উচ্চ আদালত তাঁর বাড়ির সামনে জমায়েত করতে বারণ করেছে। পাশাপাশি, পুলিশের কাছে ওই ঘটনার রিপোর্টও চেয়েছে। আজ আদালতে রিপোর্ট জমা দেবে পুলিশ।

কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ মামলার শুনানি

আজ কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ নিয়ে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সেখানে চাকরির জন্য ডাক পাওয়া প্রার্থীদের নাম জমা দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের। বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে মামলাটি সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানির জন্য উঠবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর

১৮ দিন ধরে হাসপাতালে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর শারীরিক অবস্থার বিশেষ কিছু উন্নতি হয়নি। আজ তিনি কেমন থাকেন তা নজরে থাকবে।

দিল্লিতে শ্রদ্ধা খুনের তদন্ত

শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

বিশ্বকাপ ফুটবলের খবর

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের মোট ৩২টি দল নামবে খেলতে। তাদের আটটি গ্রুপে রাখা হয়েছে। এ বারের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপ উপলক্ষে সেজে উঠেছে দেশটি। প্রথম দিন তাদের সঙ্গে খেলা রয়েছে ইকুয়েডরের। আজ ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।

স্কুলে ‘দুর্নীতি’র তদন্তে সিট পুনর্গঠনে হাই কোর্ট

স্কুলে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে সিবিআইয়ের সিটের পুনর্গঠন করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের ভূতপূর্ব ডিআইজি অখিলেশ সিংহকে সিটের মাথায় রেখেছেন। বৃহস্পতিবার সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, অখিলেশ এখন অসমে বদলি হয়ে গিয়েছেন। এর পরেই আদালত ডিআইজি পদমর্যাদার তিন অফিসারের নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জমা দিতে বলে। আজ সেই নামগুলি আদালতে জমা দেবে সিবিআই এবং তাঁদের মধ্যে থেকে কাকে সিটের মাথায় বেছে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা নজরে থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। বাংলায় শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঠান্ডা কমেছে, তবে উত্তরে হাওয়ার প্রভাবে শীত শীত ভাব বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।

ভারত-নিউজিল্যান্ড টি২০ ম্যাচ

নিউজিল্যান্ড সফরে আজ প্রথম টি২০ ম্যাচে নামছে ভারত। টি২০ বিশ্বকাপে ধাক্কা খাওয়ার পর কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে জিততে মরিয়া হার্দিক পাণ্ড্য র ভারত। ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ খেলাটি শুরু হবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ১৪ দফা নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। অন্য দিকে, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় শাসকদল তৃণমূলের সঙ্গে বচসা তৈরি হয় বিরোধীদের। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন