Anubrata Mandal

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে পাঁচ

কোর্টে হাজির করানো হবে অনুব্রতকে। নিম্নচাপের গতিপ্রকৃতি কেমন। ভারত ও জিম্বাবোয়ের ম্যাচ। রয়েছে ডুরান্ড কাপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ০৭:০৮
Share:

শনিবার আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। ফাইল চিত্র।

অনুব্রতের কোর্টে হাজিরা

Advertisement

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতের নির্দেশে এত দিন তিনি সিবিআই হেফাজতে ছিলেন। আজ, শনিবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ফলে অনুব্রতকে ফের কোর্টে হাজির করানো হবে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

নিম্নচাপের গতিপ্রকৃতি কেমন

Advertisement

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। আজও আবহাওয়া খারাপ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ পরিস্থিতি কেমন থাকে সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কী করেন পার্থ-অর্পিতা

দ্বিতীয় বার কারাবাসের মেয়াদ বেড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

ভারত-জিম্বাবোয়ের ম্যাচ

আজ ভারত ও জিম্বাবোয়ের একদিনের ম্যাচ। দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই খেলাটি শুরু হতে পারে।

ডুরান্ড কাপ

আজ ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে। মুখোমুখি দেখা যাবে এটিকে মোহনবাগান ও রাজস্থান ইউনাইটেকে। সন্ধ্যায় ওই খেলাটি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন