শব্দবাজি ঠেকাতে গুলি চালালেন খোদ এসডিপিও!

পারিবারিক পুজোয় শব্দবাজি ফাটানো হচ্ছিল। আর তারই জেরে গুলি চলল। গুলি চালানোর অভিযোগ উঠল এক এসডিপিও-র বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে এগরার ১০ নম্বর ওয়ার্ডে। গুলিতে জখম হয়েছেন এক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১২:২০
Share:

অভিযুক্ত এসডিপিও।— নিজস্ব চিত্র।

পারিবারিক পুজোয় শব্দবাজি ফাটানো হচ্ছিল। আর তারই জেরে গুলি চলল। গুলি চালানোর অভিযোগ উঠল এক এসডিপিও-র বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে এগরার ১০ নম্বর ওয়ার্ডে। গুলিতে জখম হয়েছেন এক জন।

Advertisement

কী ঘটেছিল?

এসডিপিও-র ব‌াংলো সংলগ্ন এক বাড়িতে মঙ্গলবার রাতে পুজো ছিল। এসডিপিও মনোরঞ্জন ঘোষের অভিযোগ, ওই পরিবার রাত পৌনে ২ টো নাগাদ শব্দবাজি ফাটাতে শুরু করে। বার বার বলা সত্ত্বেও তারা মনোরঞ্জনবাবুর কথায় কান দেননি। পরিবারের সঙ্গে মনোরঞ্জনবাবুর বাক-বিতণ্ডাও হয়। তিনি বাড়ি ফিরে যান। পরে নাকি ফের তিনি পিরে যান সেখানে। শূন্যে গুলিও চালান। গুলি চালানোর কারণ হিসাবে তিনি জানান, সকালে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছিল। তা থামাতেই নাকি এই পদক্ষেপ।

Advertisement

তবে পরিবারের সদস্যেরা সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তাঁদের অভিযোগ, ওই রাতে মনোরঞ্জনবাবু আপত্তি জানানোর পর তাঁরা শব্দবাজি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি মদ্যপ অবস্থায় এসে ভাঙচুর চালান। পুজোর সামগ্রীতে লাথি মারেন। পরের দিন সকালে আচমকাই তিনি বাড়ির বাইরে এসে গুলি চালান। গুলিতে তাঁদের এক আত্মীয় জখম হয়ে হাসপাতালে ভর্তি।

এই ঘটনার প্রতিবাদে এলাকার লোক জন এসডিপিও-র বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement