শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও রক্ত দিতে হতে পারে গহর আলিকে। রবিবার চোপড়া বিধানসভা কেন্দ্রের সুজালি এলাকায় তৃণমূলের বিজয় মিছিলকে লক্ষ্য করে গুলি চললে জখম হয় সপ্তম শ্রেণির ছাত্র গহর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সে। গহরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক জনকে গ্রেফতার করলেও অধরা বাকি অভিযুক্তরা। উত্তরদিনাজপুরের পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর জানিয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে।