তৃণমূলের বৈঠকে যাচ্ছি না, দাবি কংগ্রেস বিধায়কের

বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছে দুলালবাবু অবশ্য দাবি করেছেন, তাঁর সম্পর্কে ‘ভুল রটনা’ হচ্ছে। তিনি কংগ্রেসেই আছেন, তৃণমূলের বৈঠকেও যাচ্ছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০৩:৩০
Share:

প্রতীকী ছবি।

তৃণমূলের ২৫ অক্টোবরের বৈঠকে ডাক পেয়েছিলেন কংগ্রেস বিধায়ক দুলাল বর। তৃণমূল ছেড়ে গত বিধানসভা ভোটের সময়ে কংগ্রেসে যোগ দিলেও রাজ্য রাজনীতিতে তাঁর পরিচয় মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসাবেই। সব ধরনের বিক্ষুব্ধদের কাছে টানার বার্তা দিতে তৃণমূল এখন যে তৎপরতা দেখাচ্ছে, তার অঙ্গ হিসাবেই দুলালবাবুকে বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু সেই খবর পেয়ে দলের বিধায়ককে আটকাতে সক্রিয় হলেন কংগ্রেসের পরিষদীয় নেতৃত্ব। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছে দুলালবাবু অবশ্য দাবি করেছেন, তাঁর সম্পর্কে ‘ভুল রটনা’ হচ্ছে। তিনি কংগ্রেসেই আছেন, তৃণমূলের বৈঠকেও যাচ্ছেন না। পরে যোগাযোগ করা হলে বাগদার বিধায়ক বলেন, ‘‘আনুষ্ঠানিক ভাবে আমাকে বৈঠকে ডাকা হয়নি। ব্যক্তিগত ভাবে অনেকের (তৃণমূলের) সঙ্গে আমার যোগাযোগ হয়। তখন কিছু কথা হয়েছিল।’’

Advertisement

তা হলে তিনি কি বৈঠকে যাচ্ছেন? দুলালবাবুর জবাব, ‘‘যাওয়ার প্রশ্ন নেই। বিরোধী দলনেতাকেও আমি সেটা জানিয়েছি।’’ কংগ্রেস পরিষদীয় দল অবশ্য ২৫শে আঁচানোর আগে কিছুই বিশ্বাস করতে রাজি নয়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন