তারাতলায় বিক্ষোভ কংগ্রেসের

যুব নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ বিক্ষোভকারীরা জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে মানুষকে একজোট হওয়ার ডাক দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০৩:২৫
Share:

নিজস্ব চিত্র।

নাথুরাম গডসের আদর্শ নিয়ে যারা চলছে, তারাই আবার গাঁধীজির সার্ধ-শতবর্ষে তাঁর নামে ‘সঙ্কল্প যাত্রা’ করছে, এই অভিযোগে বিক্ষোভে নামল কংগ্রেস। বিজেপির ওই কর্মসূচির বিরুদ্ধে শুক্রবার তারাতলা মোড়ে বিক্ষোভ-সভায় গডসের কুশপুতুলও পোড়ান যুব কংগ্রেস এবং দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা। যুব নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ বিক্ষোভকারীরা জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে মানুষকে একজোট হওয়ার ডাক দেন। ধর্ষণ-সহ একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত গোপাল কান্ডার সমর্থন নিয়ে হরিয়ানায় বিজেপির সরকার গঠনেরও প্রতিবাদ করেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন