Congress

শহরে ত্রিপুরা ভবনে বিক্ষোভ কংগ্রেসের

ত্রিপুরা জুড়ে বিজেপির নেতৃত্বে এই হিংসা ও সন্ত্রাসের পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার কলকাতার ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৮:৩৪
Share:

ত্রিপুরা ভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ত্রিপুরায় সাম্প্রতিক উপনির্বাচনের আগে হামলা হয়েছিল কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মণের উপরে। আগরতলা থেকে সুদীপবাবু জেতার পরে আবার কংগ্রেসের কার্যালয়ে এবং দলের নেতা-কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। আহত হন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহও। ত্রিপুরা জুড়ে বিজেপির নেতৃত্বে এই হিংসা ও সন্ত্রাসের পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার কলকাতার ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনের সামনে এ দিন এ রাজ্যের প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের সদস্যেরা বিক্ষোভ দেখাতে যান। বিক্ষোভে ছিলেন সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, কামরুজ্জামান চৌধুরীরা। ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্সিয়াল কমিশনারের মাধ্যমে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি হিংসার ঘটনা বন্ধ ও অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement