রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। কৃষ্ণগঞ্জ (সংরক্ষিত) আসনে বিজয় বিশ্বাস ও উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে শেখ আলম দেওয়ানকে প্রার্থী করছে তারা। কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস নিহত হয়েছেন। প্রয়াত হয়েছেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ও বিধানসভার তৎকালীন ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি। তাঁদের মৃত্যুতে শূন্য হওয়া দুই আসনে উপনির্বাচন হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই।