গণনা-পত্রে গরমিলের খবর পেয়ে সরেজমিনে খোঁজ নিতে কংগ্রেস নেতারা। — নিজস্ব চিত্র।
নির্বাচন কমিশনের নথিতে ‘উলট পুরাণ’ থাকায় মৃত পঞ্চুবালা রূপ রায় গণনা-পত্র পেয়েছেন। কিন্তু তাঁর ছেলে বেহালার বাসিন্দা সুকদেব বেঁচে থাকলেও গণনা-পত্র পাননি।— এমনই অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “এখনও পর্যন্ত কমিশনের তরফে পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়নি।” এই সূত্রে কমিশনের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ তুলেছে কংগ্রেস। পাশাপাশি, ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং ডেপুটি ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ডিইআরও) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কংগ্রেসের বক্তব্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই সমস্যা চিহ্নিত করে দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সিইও দফতর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে