Congress

তেল, গ্যাস নিয়ে প্রতিবাদ বিক্ষোভ

ইন্ডিয়ান অয়েলের দফতরের সামনে বিক্ষোভে কুশপুতুল পোড়ান কংগ্রেস কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৮:২৫
Share:

দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ নিজস্ব চিত্র।

পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল কংগ্রেস। একশো নকল গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিল করে ইন্ডিয়ান অয়েলের আঞ্চলিক দফতরে বিক্ষোভ দেখাল তারা। গড়িয়াহাট মোড়ে জমায়েত করে বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। গড়িয়াগাট থেকে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েলের আঞ্চলিক দফতর পর্যন্ত ওই মিছিলে শামিল হয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ প্রমুখ। ইন্ডিয়ান অয়েলের দফতরের সামনে বিক্ষোভে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর কুশপুতুল পোড়ান কংগ্রেস কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement