Congress

সোশ্যাল মিডিয়ায় নয়া আহ্বান কংগ্রেসের

যার নাম দেওয়া হয়েছে ‘জয়েন কংগ্রেস সোশ্যাল মিডিয়া’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৫
Share:

কংগ্রেস এর নতুন সোশ্যাল মিডিয়া কর্মসূচির সূচনা। বিধান ভবনে। নিজস্ব চিত্র।

ফ্যাসিবাদী ও সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় দেশের গণতন্ত্রপ্রিয় ও অহিংস মানুষকে সঙ্গে নিতে চেয়ে সামাজিক মাধ্যমে নতুন কর্মসূচি শুরু করল কংগ্রেস। যার নাম দেওয়া হয়েছে ‘জয়েন কংগ্রেস সোশ্যাল মিডিয়া’। পশ্চিমবঙ্গে মঙ্গলবার ওই কর্মসূচির সূচনা হল সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের অন্যতম কো-অর্ডিনেটর বিপিন যাদবের হাতে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কো-অর্ডিনেটর শুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অশোক ভট্টাচার্য প্রমুখ। সোশ্যাল মিডিয়া বিভাগের পর্যবেক্ষকের দায়িত্ব এ দিনই দেওয়া হয়েছে নিলয় প্রামাণিককে। বিধান ভবনে দলের সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে হাজির ছিলেন বিধানসভায় বিরোধী দলের সচেতক মনোজ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement