রাজভবনে কংগ্রেস

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অভিযোগ জানাতে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:১৭
Share:

রাজভবনে: রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে এলেন কংগ্রেসের নেতারা। ছবি: বিশ্বনাথ বণিক।

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অভিযোগ জানাতে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হল কংগ্রেস। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘এ রাজ্যে বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এ নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছি।’’ একই সঙ্গে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধেও এ দিন বার্তা দিয়েছেন অধীরবাবু।

Advertisement

তাঁর বক্তব্য, বাংলা-সহ গোটা দেশেই সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র আকার ধারণ করেছে। এই সময় ধর্মনিরপেক্ষ দলের রাজনৈতিক ক্ষেত্র বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে অধীরবাবুর ব্যাখ্যা, ‘‘এর অর্থ এই নয় যে, আমরা বিশেষ ধর্মের হয়ে ওকালতি করছি! ধর্মনিরপেক্ষতা সম্পর্কে এই রকম একটা প্রচার করা হয়। যা আদপেই সত্য নয়।’’ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নৈতিক কারণে নারদ-কেলেঙ্কারিতে অভিযুক্তদের নিজ নিজ পদ থেকে সরে যাওয়া উচিত বলেও অধীরবাবু এ দিন মন্তব্য করেন। অধীরবাবুর সঙ্গে এ দিন রাজভবনে গিয়েছিলেন ১৪ জন দলীয় বিধায়ক। তাঁদের মধ্যে ১০ জনই মুর্শিদাবাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন