Congress

Congress: ‘শহিদ স্মরণ’ কংগ্রেসের

বুধবার মধ্য রাতেও হাজরা মোড়ে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ‘শহিদ স্মরণে’র আয়োজন হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ০৬:৫০
Share:

বিধান ভবনে। নিজস্ব চিত্র

বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের আক্রমণে নিহত হয়েছিলেন যুব কংগ্রেসের ১৩ জন কর্মী-সমর্থক। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে মমতা সেই দিনটিতেই ‘শহিদ দিবস’ হিসেবে বড় করে পালন করেন। তৃণমূলের বিপুল সমাবেশের বিপরীতে প্রায় নীরবেই সেই ১৩ ‘শহিদ’কে স্মরণ করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে বৃহস্পতিবার ‘শহিদ বেদি’ তৈরি করে শ্রদ্ধা জানান প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, শুভঙ্কর সরকার, প্রদেশ যুব কংগ্রেসের বিদায়ী সভাপতি শাদাব খান প্রমুখ। তার আগে বুধবার মধ্য রাতেও হাজরা মোড়ে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ‘শহিদ স্মরণে’র আয়োজন হয়েছিল। একই দিনে আবার দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’র প্রতিবাদেও বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস। পার্ক সার্কাস ৭ মাথার মোড়ে এ দিন বিকালে প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন অসিতবাবু, শুভঙ্কর, সুমন পাল, রানা রায়চৌধুরী, প্রীতম ঘোষেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন