Congress Protest

ট্রাম্পের শুল্ক নিয়ে প্রতিবাদে কংগ্রেস

বৃহস্পতিবার সন্ধ্যায় হো চি মিন সরণিতে আমেরিকার উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন দলের নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৯:১০
Share:

মার্কিন উপ-দূতাবাসের কাছে কংগ্রেসের প্রতিবাদ। কলকাতায়। নিজস্ব চিত্র ।

ভারতের পণ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫% শুল্ক বসানোর যে ঘোষণা করেছেন, তাকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলে শহরে পথে নামল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার সন্ধ্যায় হো চি মিন সরণিতে আমেরিকার উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন দলের নেতা-কর্মীরা। সেখানে যোগ দিয়ে ইন্দিরা গান্ধীর জমানায় আমেরিকাকে ‘যোগ্য জবাব’ দেওয়া হয়েছিল বলে জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, “প্রচারলোভী, কাপুরুষ প্রধানমন্ত্রী (‌মোদী) প্রোটোকল ভেঙে ট্রাম্পের নির্বাচনী প্রচার করেছিলেন। কিন্তু ট্রাম্প ভারত-বিরোধী পদক্ষেপ করলেও চুপ করে থাকেন তিনি। মোদী সরকারের অপদার্থতার ফলেই ট্রাম্পের এমন ঔদ্ধত্য।” এর সঙ্গেই শুভঙ্কর জানিয়েছেন, আজ, শুক্রবার রাজ্যের সব জেলা সদরে ট্রাম্প ও মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি, ৪ অগস্ট প্রতিটি ব্লকেও হবে বিক্ষোভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন