Education

ছাত্রদের দাবিতে সরব কংগ্রেস

দলের ছাত্র সংগঠন এনএসইউআই-এর তরফে শুক্রবার দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘স্পিক আপ ফর স্টুডেন্টস’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০১:৪১
Share:

কলেজ স্কোয়ারে ছাত্র পরিষদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

করোনা পরিস্থিতিতে কোনও পরীক্ষা না নিয়ে পুরনো সেমিস্টারের ফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করানো, শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউনের মধ্যে ফি মকুবের দাবিতে এবং সিবিএসই-র দশম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে ভারতীয় সংবিধানের মূল নির্যাস বাদ দেওয়ার প্রতিবাদে আসরে নামল কংগ্রেস। দলের ছাত্র সংগঠন এনএসইউআই-এর তরফে শুক্রবার দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘স্পিক আপ ফর স্টুডেন্টস’। কংগ্রেসের নেতা-বিধায়কেরাও সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন এই সব প্রশ্নে। কলকাতা জেলা ছাত্র পরিষদের উদ্যোগে এ দিন কলেজ স্কোয়ারে ইউজিসি-র নির্দেশিকা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জমায়েত হয়েছিল। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়, ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সোমদীপ ঘোশ, কলকাতা জেলা সভাপতি অর্ঘ্য গণেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন