‘ছাত্র বন্ধু’ কর্মসূচি ঘোষণা ছাত্র পরিষদের। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।
দক্ষিণ কলকাতায় আইন কলেজে গণধর্ষণ-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভীতির পরিবেশ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে। এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াতে ‘ছাত্র বন্ধু’ নামে কর্মসূচি শুরু করল ছাত্র পরিষদ। কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনে মঙ্গলবার ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, “এই মুহূর্তে রাজ্যের কলেজগুলিতে ভয়, হুমকি আর দলীয় হস্তক্ষেপের মধ্যে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে। তাই চুপ থাকা চলবে না। ‘ছাত্র বন্ধু’ হবে তাঁদের ভরসা, নির্ভরযোগ্য শক্তি।” পড়ুয়ারা যাতে ছাত্র পরিষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সে জন্য তিনটি ‘হেল্পলাইন’ নম্বরও প্রকাশ করা হয়েছে। ছাত্র পরিষদের দাবি, কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সাধারণ ছাত্র-ছাত্রীদের সমস্যা সরাসরি শুনে সমাধানের পথ খোঁজা, আইনি সহযোগিতা করা এবং ‘অরাজনৈতিক’ ভাবে পাশে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি। নেতৃত্বের আরও অভিযোগ, এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘অসামাজিক কাজকর্ম’ চলছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে