Indian Fishermen in Pakistan Jail

সাজার মেয়াদ শেষের পরেও ১৬৭ জন ভারতীয় বন্দি পাকিস্তানের জেলে! দ্রুত ফেরত পাঠাতে বলল নয়াদিল্লি

২০০৮ সালের চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১ জানুয়ারি এবং ১ জুলাই নয়াদিল্লি-ইসলামাবাদ অসামরিক বন্দি এবং জলসীমা লঙ্ঘনের অভিযোগে ধৃত মৎস্যজীবীদের তালিকা বিনিময় করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৯:০৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

সাজার মেয়াদ শেষের পরেও পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি রয়েছেন ১৬৭ জন ভারতীয়। তাঁদের দ্রুত মুক্তি দিয়ে ফেরত পাঠানোর জন্য বৃহস্পতিবার নয়াদিল্লির তরফে বার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদকে।

Advertisement

এরই পাশাপাশি, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ৩৫ জন অসামরিক (যাঁদের মধ্যে মৎস্যজীবীরাও রয়েছেন) ভারতীয় নাগরিক যাতে ভারতীয় দূতাবাসের সহায়তা (কনসুলার অ্যাক্সেস) পান, দ্রুত সেই ব্যবস্থা করতে। ২০০৮ সালের চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১ জানুয়ারি এবং ১ জুলাই নয়াদিল্লি-ইসলামাবাদ অসামরিক বন্দি এবং জলসীমা লঙ্ঘনের অভিযোগে ধৃত মৎস্যজীবীদের তালিকা বিনিময় করে। ভারতের জেলে পাকিস্তানের কত জন বন্দি রয়েছেন, সে দেশে ভারতের কত জন বন্দি, বৃহস্পতিবার সেই বন্দি-তালিকা বিনিময়ের সময় নয়াদিল্লির তরফে এই বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদকে।

ভারতের তরফে বৃহস্পতিবার ৩৯১ জন অসামরিক বন্দি এবং ৩৩ জন মৎস্যজীবীর (যাঁরা পাকিস্তানি বা পাকিস্তানি বলে মনে করা হচ্ছে) নাম, ঠিকানা-সহ তথ্য দিয়েছে ইসলামাবাদকে। একই ভাবে, পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৫৮ জন অসামরিক বন্দি এবং ১৯৯ জন মৎস্যজীবীর (যাঁরা ভারতীয় বা ভারতীয় বলে মনে করা হচ্ছে) বিবরণ দিয়েছে নয়াদিল্লিকে। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে ২৬৬১ জন মৎস্যজীবী এবং ৭১ জন অসামরিক বন্দিকে এ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নয়াদিল্লি বিশেষ ভাবে শরিফ সরকারকে সে দেশের জেলে বন্দি সমস্ত ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা হয় এমন অসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement