পঞ্চায়েতিরাজ সম্মেলনে কংগ্রেস

প্রথমে জেলায় জেলায় সম্মেলন। তার পরে রাজ্য স্তরে সম্মেলন হবে আগামী ২৩ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পুরুলিয়া জেলায় রবিবার থেকে জেলা স্তরের সম্মেলন পর্বের সূচনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০২:৩৬
Share:

প্রতীকী ছবি।

কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে প্রস্তুত রাখতে পঞ্চায়েতিরাজ সম্মেলন আয়োজন করছে কংগ্রেস। প্রথমে জেলায় জেলায় সম্মেলন। তার পরে রাজ্য স্তরে সম্মেলন হবে আগামী ২৩ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পুরুলিয়া জেলায় রবিবার থেকে জেলা স্তরের সম্মেলন পর্বের সূচনা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির জন্য প্রদেশ স্তরে একটি কমিটিও তৈরি করা হচ্ছে বলে কংগ্রেস সূত্রের খবর। প্রাথমিক ভাবে পঞ্চায়েত প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভায় দলের উপ-নেতা নেপাল মাহাতোকে। পাশাপাশিই চলছে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। উত্তম মঞ্চে আজ, মঙ্গলবার সাংগঠনিক ওই প্রক্রিয়ার চূড়ান্ত পর্ব সম্পন্ন হওয়ার কথা। তবে এআইসিসি সূত্রে প্রদেশ নেতাদের ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অধীর চৌধুরীই প্রদেশ কংগ্রেস সভাপতি থাকছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement