গাঁধীমূর্তিতে ১৪ই অবস্থানে ক‌ংগ্রেস

হানাহানি বন্ধের দাবিতেই ১৪ তারিখ গাঁধীমূর্তির নীচে সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থানে বসবেন সোমেনবাবুরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ০৫:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

রাজ্যে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৪ জুন ময়দানে গাঁধীমূর্তির পাদদেশে গণ-অবস্থানে বসছে কংগ্রেস।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সোমবার বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘সত্তর দশকের আগে থেকেই এই রাজ্য অনেক রাজনৈতিক সংঘর্ষ দেখেছে। কিন্তু কোনও দিন এমন নিরবচ্ছিন্ন ভাবে উত্তর থেকে দক্ষিণে গোষ্ঠী সংঘর্ষ দেখেনি। এই অবিশ্বাস ও ঘৃণার রাজনীতি বাংলায় অভূতপূর্ব। পতাকার রং যা-ই হোক, সংঘর্ষে মৃত্যু হচ্ছে গরিব মানুষের।’’

এই হানাহানি বন্ধের দাবিতেই ১৪ তারিখ গাঁধীমূর্তির নীচে সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থানে বসবেন সোমেনবাবুরা। পরদিন প্রদেশ কর্মসমিতির বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক হবে। আলিগড়ে শিশু ধর্ষণ ও হত্যা, রাজনৈতিক সংঘর্ষ, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে এ দিনই রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস। সংগঠনের প্রদেশ সভাপতি শাদাব খানের অভিযোগ, ‘‘রাজনৈতিক সংঘর্ষ চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। আবার শাসক দলের নির্দেশে পুলিশ কংগ্রেস কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement