UP rape case

গণধর্ষণ-কাণ্ডে বিক্ষোভ শহরে

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-সহ কয়েক জন ছাত্র নেতা ওই ঘটনায় আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৩:৩৭
Share:

রাজভবনের সামনে কংগ্রেসের ছাত্র ও যুব দলের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নামল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন। ছাত্র পরিষদের ডাকে কর্মসংস্থানের দাবিতে ও উত্তরপ্রদেশে গণধর্ষণের প্রতিবাদে বুধবার রাজভবনের সামনে বিক্ষোভের কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাধল।

Advertisement

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-সহ কয়েক জন ছাত্র নেতা ওই ঘটনায় আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। এনএসইউআই-এর সম্পাদক ও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা রোশনলাল বিট্টু ওই বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন। ধর্ষিতার জন্য বিচারের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়েরাও। রাজভবনের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কুশপুতুল পোড়ান কংগ্রেসের ছাত্র ও যুব কর্মী-সমর্থকেরা। এসইউসি-র ছাত্র, যুব ও মহিলা সংগঠন ডিওসও, ডিওয়াইও এবং এমএসএসের উদ্যোগে এ দিনই হাজরা মোড়ে হাথরসের ঘটনায় বিচারের দাবি এবং ‘প্রমাণ লোপাটে’ পুলিশের ভূমিকার প্রতিবাদে যোগীর কুশপুতুল পোড়ানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন