Coronavirus in Bengal

তৃণমূলের অভিনেত্রী-সাংসদের বাবার করোনা, ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো হল দ্বিতীয় নমুনা

সাংসদের বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা যায়। হাসপাতাল সূত্রে খবর, ওই বেসরকারি হাসপাতালে তাঁদের নিজেদের কোভিড পরীক্ষা করার ব্যবস্থা আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৭:০৪
Share:

প্রতীকী চিত্র।

কোভিড-১৯-এর প্রমাণ মিলল তৃণমূলের এক অভিনেত্রী-সাংসদের বাবার শরীরে। রবিবার রাতে সাংসদের বৃদ্ধ বাবাকে ইএম বাইপাসের পাশে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ডায়াবেটিক। রবিবার প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁকে রবিবার রাতেই ইনসুলিন দেওয়া হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। কারণ সাংসদের বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা যায়। হাসপাতাল সূত্রে খবর, ওই বেসরকারি হাসপাতালে তাঁদের নিজেদের কোভিড পরীক্ষা করার ব্যবস্থা আছে। সেই পরীক্ষাতে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাবার সংক্রমণ কতটা তা নিয়ে আরও নিসংশয় হতে চান ওই সাংসদ। তাই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ফের নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, একটি সরকারি পরীক্ষাগারে ফের সাংসদের বাবার লালরসের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement

আরও পড়ুন: করোনা উপসর্গ থাকা রোগীর মৃত্যু, দেহ নিতে অস্বীকার পরিবারের, আতঙ্ক মেডিক্যালে

আরও পড়ুন: ৩ মে পর্যন্ত লকডাউন, চলবে না যাত্রিবাহী ট্রেন, মেট্রো

এ দিন আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে সেই অভিনেত্রী-সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাবার প্রথম টেস্ট পজিটিভ এসেছে এ কথা সত্যি। কিন্তু আমার বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। তিনি কলকাতার বাইরেও যান নি। বেশ কিছু সংবাদপত্রে যা লেখা হয়েছে তা ভুয়ো। বাবা বাজারে গিয়েছিলেন। সে খান থেকেও সংক্রমণ হতে পারে। তবে বাবার অবস্থা ক্রিটিকাল নয়। চিকিৎসা চলছে।”

সোমবারই ওই সাংসদ জানিয়েছিলেন যে, তাঁর বাবাকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তিনি বাবার শ্বাসকষ্টের কথা অস্বীকার করেন। তবে তিনি দাবি করেছিলেন, হাসপাতাল সবারই কোভিড পরীক্ষা করছে। তাই তাঁর বাবারও লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন