Coronavirus

কোভিড হাসপাতালের বিরোধিতা করে সাগর দত্তে কর্মবিরতি ইন্টার্নদের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যেই ওই ইন্টার্ন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২০ ১৭:১৬
Share:

সাগর দত্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতিতে ইন্টার্নরা।

কোভিড হাসপাতাল হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনা। তার প্রতিবাদ করে কর্মবিরতি শুরু করলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন এবং ছাত্রছাত্রীদের একটি বড় অংশ। গত শনিবার রাজ্য সরকার কলেজ অব মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে ঘোষণা করে। গত সোমবার থেকে কোভিড হাসপাতাল হিসাবে কাজ শুরু হয় সাগর দত্ত হাসপাতালে।

Advertisement

ওই মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার দুপুর থেকে হঠাৎই হাসপাতালের একশোরও বেশি ইন্টার্ন এবং তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা কর্মবিরতি শুরু করেন। সব মিলিয়ে প্রায় ৬০০ জন। তাঁরা একগুচ্ছ দাবি পেশ করেছেন কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবনের কাছে। তার মধ্যে অন্যতম হল কোভিড হাসপাতাল ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদ। বুধবার ইন্টার্নদের একাংশ জানিয়েছেন, কোভিড হাসপাতালে পরিণত হওয়ায়, সাগর দত্ত হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা এখন বন্ধ থাকবে। ফলে অস্ত্রোপচার থেকে শুরু করে ছাত্রদের যে চিকিৎসা সংক্রান্ত ক্লাস (ক্লিনিকাল ক্লাস) হয় তা বন্ধ থাকবে। ফলে তাঁদের পড়াশোনা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি ছাত্রছাত্রীদের।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যেই ওই ইন্টার্ন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা নিজে বিষয়টি খোঁজ নিয়েছেন এবং তাঁরা আশাবাদী দ্রুত এই কর্মববিরতি তুলে নেবেন ইন্টার্ন এবং ছাত্রছাত্রীরা।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে কমছে মৃত্যুহার, কলকাতার বৃদ্ধিই চিন্তার

আরও পড়ুন: এ বার ফিরতে পারে হাম, পোলিও, রুবেলার মহামারি, বিপন্ন আট কোটি শিশু, হুঁশিয়ারি হু, ইউনিসেফের

এর আগেও সাগর দত্ত হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করা হতে পারে এমন জল্পনা শুরু হওয়ার পর একাধিক বার স্থানীয় স্তর থেকে হাসপাতালের কর্মীদের একাংশ এর বিরোধিতা করেছিলেন। তবে সেই বিরোধিতার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছিল স্বাস্থ্য দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন