গ্রাফিক: তিয়াসা দাস
কোভিড-১৯ পরীক্ষার ক্ষেত্রে আরও আগ্রাসী হল রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর, করোনা পরিস্থিতি খতিয়ে দেখে আরও বেশি কোভিড টেস্টের পক্ষে সওয়াল করেন রাজ্য সরকার গঠিত করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চিকিৎসকেরা। এর পরই বর্তমান টেস্টের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়, কোনও কোভিড আক্রান্তের সরাসরি সংস্পর্শে আসা ব্যক্তির শরীরে উপসর্গ থাক বা না থাক, তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে হবে। সেই সঙ্গে ক্লাস্টার বা স্পর্শকাতর এলাকাতেও লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে বলা হয়েছে।
গত ১৩ এপ্রিল স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়, কোভিড আক্রান্তের সরাসরি সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র যাঁদের উপসর্গ দেখা যাবে তাঁদের লালারসের পরীক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু এ দিনের নির্দেশিকায় উপসর্গহীন ব্যাক্তিদেরও পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দেশের বিভিন্ন প্রান্তে কোভিডের যে প্রবণতা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখেই এই পরিবর্তন। কারণ, অনেক জায়গায় দেখা যাচ্ছে, প্রাথমিক ভাবে উপসর্গ দেখা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে তাঁরা আক্রান্ত হচ্ছেন।
রাজ্য সরকারের জারি করা নয়া নির্দেশিকা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণ ৮২৬ জনের, আক্রান্ত বেড়ে ১২৭৫৯, মৃত ৪২০
আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃত্যু ৭ থেকে বেড়ে হল ১০, সক্রিয় রোগী ১৪৪
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এ দিন পর্যন্ত রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১১ জনের। হাসপাতালের আইসোলেশনে পর্যবেক্ষণে রয়েছেন ৪৮৯ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ২২৫ জন। রাজ্যে এখন পাঁচটি সরকারি এবং তিনটি বেসরকারি সংস্থায় কোভিডের পরীক্ষা করার ব্যবস্থা আছে। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ‘‘আগের নির্দেশিকা অনুযায়ী, কোভিড আক্রান্তের সরাসরি সংস্পর্শে আসা ব্যক্তির শরীরে কোনও উপসর্গ দেখা না গেলেও তাঁকে কোয়রান্টিনে রেখে পর্যবেক্ষণের কথা বলা হয়েছিল।” এ বার থেকে ওই ব্যবস্থার পরিবর্তন করা হবে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)