Coronavirus

দ্রুত রিপোর্ট

সূত্রের খবর, নমুনা সংগ্রহের পরে রিপোর্ট পেতে অনেক সময় লাগছে বলে অনুযোগ করেন সদস্য চিকিৎসকেরা।

Advertisement

 নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৬:২২
Share:

প্রতীকী ছবি

করোনা-নমুনা পরীক্ষার সময় কমিয়ে আনতে হবে। শনিবার প্রথম বৈঠকে স্বাস্থ্য দফতরকে এই পরামর্শ দিল বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে গঠিত করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যসচিব বিবেক কুমারের তত্ত্বাবধানে ওই কমিটিতে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের পাশাপাশি আরও দশ জন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন। সূত্রের খবর, নমুনা সংগ্রহের পরে রিপোর্ট পেতে অনেক সময় লাগছে বলে অনুযোগ করেন সদস্য চিকিৎসকেরা। রিয়েল টাইম পিসিআরে আরও অত্যাধুনিক যন্ত্র সংযোজন করে ঘণ্টাখানেকের মধ্যে রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, করোনা-চিকিৎসায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আক্রান্তেরা যাতে হাইড্রক্সিক্লোরোকুইন পান তা দেখার জন্য আর্জি জানানো হয়েছে। জোগানের ঘাটতি মেটাতে মাস্কের পুনর্ব্যবহার নিয়ে সদস্য চিকিৎসকদের পরামর্শ চাওয়া হয়েছিল। নির্দিষ্ট পদ্ধতিতে মাস্ক জীবাণুমুক্ত করা হলে আপত্তি নেই বলে জানিয়েছে কমিটি। এ দিকে এ ধরনের কমিটিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা কেন নেই, সেই প্রশ্ন তুলেছে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন