Coronavirus

করোনা: নজরে কলকাতায় আসা আরও এক যুবক

মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবক কুয়েত থেকে ১৪ মার্চ মুম্বইয়ে পৌঁছন। তার পরে ট্রেনে কলকাতা হয়ে বাড়ি ফেরেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৪:৫৬
Share:

সংক্রমণ রুখতে ব্যবস্থা। ছবি: পিটিআই।

আরও এক যুবককে নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন। মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবক কুয়েত থেকে ১৪ মার্চ মুম্বইয়ে পৌঁছন। তার পরে ট্রেনে কলকাতা হয়ে বাড়ি ফেরেন। তাঁর জ্বর, সর্দি, কাশি-সহ করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে। তাঁর নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হচ্ছে। পুণে থেকে কলকাতায় আসা আরও এক যুবকের উপরেও নজর রাখা হচ্ছে। আরও তিন জনের নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। সব ক’টির রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই তিন জনের মধ্যে এক মহিলার শ্রীলঙ্কা-যোগ ছিল। আইডিতে ভর্তি ওই মহিলা একটি জাহাজের কর্মী। সূত্রের খবর, এক শীর্ষ আমলার পরিচিত ওই মহিলা আইডি’র ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ওই আমলার নির্দেশে মঙ্গলবার আইডি-কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। দু’টি ওয়ার্ড পরিদর্শন করে স্বাস্থ্য ভবনের প্রতিনিধিদল। সূত্রের খবর, চিকিৎসক, নার্স এবং কর্মী সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement