Coronavirus

আরও কমল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত ২৯৫ জন

দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন স্বস্তি জোগাচ্ছে, তেমনই সংক্রমণের হারও সোমবারের তুলনায় আরও নেমেছে। এ দিন সংক্রমণের হার ১.১৬।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ২৩:০২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

যত দিন যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যাটাও কমছে। যা বেশ স্বস্তিদায়ক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সোমবারের তুলনায় সামান্য বেড়েছে। ওই দিন দৈনিক আক্রান্ত আড়াইশোতে নেমে গিয়েছিল। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০।

Advertisement

দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন স্বস্তি জোগাচ্ছে, তেমনই সংক্রমণের হারও সোমবারের তুলনায় আরও নেমেছে। এ দিন সংক্রমণের হার ১.১৬। যা সোমবার ছিল ১.৩৮ শতাংশ। অন্য দিকে, দৈনিক সুস্থতার চিত্রটাও বেশ ভাল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৪৯১। সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ।

মৃত্যুর সংখ্যা কমতে কমতে এক অঙ্কে এসে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১৩১।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৬৭ জনের। এ দিন পর্যন্ত মোট ৭৮ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও এ দিন উত্তর ২৪ পরগনা ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় ৯১ জন। মোটের উপর সব জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা একটু একটু করে কমছে।

কলকাতায় দৈনিক মৃত্যুর সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন