Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: কলকাতায় ২৪ দিন পর দৈনিক সংক্রমণ হাজারের নীচে, রাজ্যে আক্রান্ত ৬৯৮০

দৈনিক সংক্রমণের হারও কমতে কমতে ১০ শতাংশের নীচে নামল। সংক্রমণের হার কমল কলকাতাতেও। মহানগরে আবার বাড়ল কোভিডে দৈনিক মৃত্যু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২০:৪৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

গত শুক্রবারই ১০ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্ত। রবিবার তা আরও কমে সাত হাজারের নীচে নামল। ২৪ দিন পর কলকাতাতেও হাজারের নীচে নামল নতুন সংক্রমণ। দৈনিক আক্রান্ত নিম্নমুখী হওয়ার পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও কমতে কমতে ১০ শতাংশের নীচে নামল। সংক্রমণের হার কমল কলকাতাতেও। তবে রাজ্যে দৈনিক মৃত্যু ৩৫ বা তার উপরেই রয়েছে বিগত পাঁচ দিন ধরে। মহানগরে আবার বাড়ল কোভিডে দৈনিক মৃত্যু।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ছ’হাজার ৯৮০ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। মহানগরীর পাশাপাশা উত্তর ২৪ পরগনাতেও প্রায় ২০ দিন পর দৈনিক আক্রান্ত এক হাজারের নীচে নামল। ওই জেলাতে নতুন সংক্রমণ ৯৬০। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত কমল শনিবারের তুলনায়।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। তবে বীরভূমে এখনও সাড়ে চারশোর কাছে। নদিয়ায় নতুন করে আক্রান্ত ৩৪০ জন। পূর্ব বর্ধমানে ৩৯৯ জন।

শনিবারের তুলনায় উত্তরবঙ্গে দৈনিক সংক্রমণ কমলেও কোভিড পরিস্থিতি এখনও উদ্বেগজনকই। দার্জিলিঙে শনিবার দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়িয়েছিল। রবিবার অবশ্য তা কমে হল ৪৩৩। আলিপুরদুয়ার বাদে পাহাড়ের বাকি সব জেলাতেই দৈনিক আক্রান্ত কমেছে গত ২৪ ঘণ্টায়।

রাজ্যে সংক্রমণের হার ২২ দিন পর আবার ১০ শতাংশের নীচে নেমে হল ৯.৫৩ শতাংশ। কলকাতায় সংক্রমণের হার ১৬.৯০ শতাংশ। দক্ষি‌ণবঙ্গের শুধু বীরভূমেই সংক্রমণের হার ২০ শতাংশের বেশি। অন্য দিকে, উত্তরবঙ্গের কালিম্পঙে সংক্রমণের হার ২৫ শতাংশ ছা়ড়িয়েছে। দার্জিলিঙে ২৩.৫২ শতাংশ।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতাতেই প্রাণ গিয়েছে ১০ জনের। বীরভূম ও হাওড়ায় ছ’জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জনের। রবিবার সংক্রমণমুক্ত হয়েছেন ২০ হাজার ৪১৮ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন