COVID-19

Covid 19: প্রায় আড়াই মাস পর রাজ্যে দৈনিক মৃত্যু নামল ৩০-এর নীচে, নতুন সংক্রমণ ১৮৩৬

গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮। তার পর থেকে ক্রমে সেই সংখ্যাটা বেড়েছে। মে মাসের মাঝামাঝি সময় সংখ্যাটা দেড়শো ছাড়িয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৯:৫৮
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস।

প্রায় আড়াই মাস পর ৩০-এর নীচে নামল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গত ১৮ এপ্রিল এই সংখ্যাটা ছিল ২৮। তার পর থেকে ক্রমে সেই সংখ্যাটা বেড়েছে। মে মাসের মাঝামাঝি সময় সংখ্যাটা দেড়শো ছাড়িয়ে গিয়েছিল। জুনের প্রথম সপ্তাহ থেকে সংখ্যাটা একশোর নীচে নামতে শুরু করে। তার পর থেকে সংখ্যাটা কমতে কমতে রবিবার ৩০-এর নীচে নামল। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৬১২।

Advertisement

অন্য দিকে, দু’হাজারের নীচেই রইল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। গত ৬ দিন ধরে ২ হাজারের নীচে রয়েছে দৈনিক সংক্রমণ। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯।

এত দিন দৈনিক সংক্রমণ একটু একটু নামলেও, সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু ২২ হাজারের ঘরেই দাঁড়িয়েছিল। রবিবার তা সামান্য কমে কমে হয়েছে ২১ হাজার ৮৮৪। সংক্রমণের হারও অনেকটাই নেমেছে। গত ৬ দিন ধরে ৩-এর ঘরেই রয়েছে। রবিবার এই সংক্রমণের হার ৩.৪৪ শতাংশ। শনিবার যা ছিল ৩.৪৯ শতাংশ।

প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৪০ লক্ষ ৬১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

সুস্থ হওয়ার সংখ্যাও শনিবারের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২২ জন। শনিবার যা ছিল ১ হাজার ৯৯৪। সুস্থতার হারও সামান্য বেড়ে হয়েছে ৯৮.৮২ শতাংশ। রবিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৫৫ হাজার ৪৫৩ জন।

টিকাকরণও দ্রুত গতিতে হচ্ছে। শনিবারই এক দিনে ৪ লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছিল। রবিবার তার তুলনায় কম হলেও ৩ লক্ষের বেশি মানুষ টিকা নিয়েছেন।

উল্লেখযোগ্য ভাবে সংক্রমণের শীর্ষ থাকা দুই জেলা উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় দৈনিক সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৬ জন। কলকাতায় ১৯১ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে এই দুই জেলায়। গত ২৪ ঘণ্টায় দুই জেলায় ৬ জন করে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement