Coronavirus

ফের রাজ্যে করোনায় সর্বাধিক আক্রান্ত ও মৃত, সমান তালে বাড়ছে সুস্থতাও

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। মৃত ৬২। সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ২১:২০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ক্রমবর্ধমান সুস্থতার হারের পাশাপাশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বাড়ছে। মৃতের সংখ্যা নিয়েও উদ্বেগ কমছে না প্রশাসনের। রবিবার ফের সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু হল রাজ্যে। এই নিয়ে পর পর দু’দিন এবং সব মিলিয়ে মোট ৬ দিন সর্বাধিক মৃত্যুর (৬২) সংখ্যা ছুঁল রাজ্যে। সুস্থতার পাশাপাশি সংক্রমণের হারেও সাময়িক স্বস্তির রেখা।

Advertisement

রাজ্যে এক দিনে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু প্রথম রেকর্ড হয় গত ২১ সেপ্টেম্বর। পরের দিনও মৃতের সংখ্যা একই ছিল। মাঝে ২৩ সেপ্টেম্বর বাদ দিয়ে ২৪ সেপ্টেম্বর ফের ৬২-তে পৌঁছয় মৃতের সংখ্যা। চার দিন পর ফের ৬২। ৩ দিন বাদ দিয়ে শনিবার ও রবিবার ফের পর পর দু’দিন ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কাড়ল ৬২ জনের। রবিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট মৃতের সংখ্যা হল ৫ হাজার ১৯৪। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু উত্তর ২৪ পরগনায়— ১৯ জন। কলকাতায় কোভিডের বলি হয়েছেন ১৭ জন।

Advertisement

আক্রান্তের সংখ্যাও শনিবারের ২৪ ঘণ্টার তুলনায় রবিবার ১৭ জন বেড়েছে। রবিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ হয়েছে ৩ হাজার ৩৫৭ জনের মধ্যে। রাজ্যে এটাই এক দিনে সর্বোচ্চ সংক্রমণের নজির তৈরি হল। শনিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৪০। সব মিলিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৭০ হাজার ৩৩১।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

সমান তালে অবশ্য সুস্থতার হারও বাড়ছে প্রায় প্রতিদিন। রবিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮৬। শনিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ১৩। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন। সুস্থতার হার শনিবারের (৮৭.৯২) চেয়ে সামান্য বেড়ে রবিবার হয়েছে ৮৭.৯৩ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭ হাজার ১৩০।

আরও পড়ুন: হাতে মাইক, মনে জেদ, হাথরসের দুই আসল বীরাঙ্গনা

নতুন আক্রান্তের সংখ্যা ১৭ জন বাড়লেও শনিবারের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও বেশি হয়েছে ১ হাজার ১৩৪ জনের। এত সংখ্যক বেশি মানুষের নমুনা পরীক্ষার পরেও আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি কিছুটা সদর্থক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই প্রবণতা চলতে থাকবে, এমন বলার সময় হয়নি এখনও। প্রতি দিন যত জনের কোভিড-টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যকের কোভিড-রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলা হয় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। সংক্রমণের হার যদি কমে, তবেই তা ইতিবাচক বলে মনে করা হয়। রবিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ হাজার ২৬২। শনিবার এই সংখ্যা ছিল ৪১ হাজার ১২৮। সংক্রমণের হারও কিছুটা কমেছে। এ দিন সংক্রমণের হার ৭.৯৪ শতাংশ। শনিবার এই হার ছিল ৮.১২ শতাংশ।

আরও পড়ুন: ভুয়ো মেলের ফাঁদে খোদ রাজ্যপাল! অভিযোগ জানালেন কলকাতা পুলিশকে

সংক্রমণের নিরিখে বেশ কিছু দিন ধরেই একে অপরকে টেক্কা দিচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। রবিবারের বুলেটিনে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (৭৬৫)। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪২ জন। এ ছাড়া কলকাতার লাগোয়া তিন জেলা দক্ষিণ ২৪ পরগনায় নতুন সংক্রমিতের সংখ্যা ২০৩, হাওড়ায় ১৮৯, হুগলিতে ১৭২। রাজ্যের অন্য জেলাগুলির মধ্যে শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এমন জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর (১৩২),নদিয়া (১১৪)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন