Coronavirus

রাজ্যে সুস্থতার হার বাড়লেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ

রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ২২:৪৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গেল রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫৫ জন। গতকাল যা ছিল ৩ হাজার ৩৭০। আর এটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসনের কাছে। এ নিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮০ হাজার ৫০৪।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৬। মৃতের সংখ্যার দিক থেকে রাজ্যে প্রথম স্থানেই রয়েছে কলকাতা, তার পরেই উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক সংক্রমণেও শীর্ষেও কলকাতা। এ দিন ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ৭২৮। এর পরেই রয়েছে হাওড়া (২৩০), দক্ষিণ ২৪ পরগনা (২১৯), হুগলি (১৩৬) এবং পূর্ব মেদিনীপুর (১৩৫)। গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছেন ৮৫ জন, পূর্ব বর্ধমানে ৮৮, পশ্চিম মেদিনীপুরে ১১২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ দিনাজপুরে ৬৩, দার্জিলিঙে ৯১, কোচবিহারে ৮১, জলপাইগুড়িতে ৮৩, উত্তর দিনাজপুরে ৪৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

Advertisement

মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তার কারণ থাকলেও, স্বস্তি দিয়েছে সুস্থতার হার। এ দিন স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৪ জন কোভিড রোগী। এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৭৬৭। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্ত রোগী রয়েছেন ২৮ হাজার ৩৬১ জন।

প্রতি দিন যত জন রোগীর কোভিড-টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যক রোগীর কোভিড-রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এ দিন সংক্রমণের হার ৮.১০ শতাংশ। মঙ্গলবার যা ছিল ৭.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪২ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement