Coronavirus

রাজ্যে দৈনিক নতুন সংক্রমণ ৩৮২৩ থেকে এক লাফে নেমে ৩০৫৩

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ২২:৪৪
Share:

এক লাফে অনেকটাই কমলো রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩ জন। এক দিকে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে, পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে প্রতি দিন। দৈনিক সুস্থতার দিক থেকে এ দিনও রেকর্ড তৈরি হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮০ জন।

Advertisement

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩১ হাজার ৫৫১। এ দিন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৪ হাজার ৫৭৬ জন। সুস্থতার সংখ্যা বাড়ার সঙ্গে সুস্থতার হারও বাড়ছে। শনিবার সুস্থতার হার ছিল ৯১.০৪ শতাংশ। এ দিন তা বেড়ে হয়েছে ৯১.৪৩ শতাংশ।

দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা কমে যাওয়ায় উচ্ছ্বসিত হতে রাজি নন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এই প্রবণতা সাময়িক। আগামী কয়েক দিন কী পরিস্থিতি থাকে এখন সেটাই দেখার বিষয়।

Advertisement

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। তার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৭০১। কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরই রয়েছে হুগলি(২৪৩), দক্ষিণ ২৪ পরগনা(১৮৩) এবং হাওড়া(১৩৮)।

(গ্রাফে হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে)

দৈনিক মৃত্যুও অল্প অল্প করে কমছে। গত কয়েক দিন ধরে এই প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের। ফলে রাজ্যের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬১। মৃত্যুর নিরিখে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। অন্য দিকে, ১১ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।

প্রতি দিন যত সংখ্যক কোভিড পরীক্ষা করা হয়, তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই হিসেবে রবিবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭.৯০ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন