Abhishek Banerjee

Covid-19: স্বামী বিবেকানন্দের জন্মদিনে ৫০ হাজার কোভিড পরীক্ষা হল অভিষেকের কেন্দ্রে

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে করোনা সচেতনতার প্রচারে বরবারই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৯:৪৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ঘোষণা করেছিলেন ৩০ হাজার। শেষ পর্যন্ত বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় ৫০ হাজারেরও বেশি মানুষের কোভিড-১৯ পরীক্ষা হল।

Advertisement

অভিষেক বুধবার টুইটারে লিখেছেন, ‘আমরা এক দিনে ডায়মন্ড হারবার লোকসভায় ৫০ হাজারের বেশি কোভিড-১৯ পরীক্ষা করিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। গত ৭ দিনে ডায়মন্ড হারবারে সংক্রমণের হার বাংলার সব লোকসভা কেন্দ্রের মধ্যে কম।’

অন্য একটি টুইটে তাঁর মন্তব্য, ‘এখন ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ২.১৬ শতাংশ। আমরা তা আরও কমানোর চেষ্টা করছি। আপনাদের সেবা এবং কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

Advertisement

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে করোনা সচেতনতার প্রচারে বরবারই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। গত সপ্তাহে নিজের নির্বাচনী কেন্দ্রে কোভিড পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে আগামী দু’মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মত।’’ ঘটনাচক্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই করোনা সংক্রমণের হার রাজ্যের মধ্যে সবচেয়ে কম— ২.১৬ শতাংশ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৫টি করোনা নিয়ন্ত্রণ (কোভিড ম্যানেজমেন্ট) সংক্রান্ত কন্ট্রোল রুমের তালিকা এবং ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। ডায়মন্ড হারবারের পাশাপাশি, বজবজ, মহেশতলা, পুজালি, ফলতা, বিষ্ণুপুর, ঠাকুরপুকুর এলাকায় রয়েছে ওই কন্ট্রোল রুমগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন