Coronavirus

করোনায় সুস্থতার হার ইতিবাচক: রাজ্য

রাজ্যে সুস্থতার হার হল ৬০.৫০ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৪:৪১
Share:

ফাইল চিত্র।

রাজ্যের কোভিড পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে জানাল রাজ্য সরকার। সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী গতি দেখা যাচ্ছে। পাশাপাশি, অ্যাক্টিভ আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন তিনি।

Advertisement

এ দিন রাজ্য স্বাস্থ্য দফতর করোনা বুলেটিনে যে পরিসংখ্যান দিয়েছে, তাতে সেই বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৩ জন। যার প্রেক্ষিতে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪,৩৫৮। নতুন করে ১৪ জনের মৃত্যু হওয়ায় বঙ্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৯ জন। এ দিন নতুন করে ছাড়া পেয়েছেন ৩৯০ জন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা ৮৬৮৭ জন। নতুন আক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানে যোগবিয়োগের পরে রাজ্যে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫১০২ জন। এদিনের পরে রাজ্যে সুস্থতার হার হল ৬০.৫০ শতাংশ।

কলকাতার নতুন করে আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল, পুরসভার এক বরোর কো-অর্ডিনেটর, তাঁর ভাইয়ের স্ত্রী এবং সংশ্লিষ্ট বরো অফিসের দু’জন কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা। স্বভূমি সংলগ্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক থেকে অতি সঙ্কটজনক হয়েছে। এ দিনের আক্রান্তের তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সহ-সভাধিপতিও।

Advertisement

আরও পড়ুন: করোনা-গুজবে প্রৌঢ়ার দেহ বাইরে পড়ে আট ঘণ্টা

বঙ্গে আক্রান্ত ১৪,৩৫৮

অ্যাক্টিভ রোগী ৫১০২

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৩

২৪ ঘণ্টায় মৃত ১৪

মোট মৃত ৫৬৯

কো-মর্বিডিটির কারণে মৃত ৪১৭

(সূত্র: রাজ্য সরকার)

স্বাস্থ্যকর্মীদের মধ্যে আর জি করের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এ সবের মধ্যে সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত এক যুবক করোনায় আক্রান্ত হয়ে আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত যেহেতু হাঁটাচলা, নিজে খাওয়া-দাওয়া করতে পারেন না, সে জন্য তাঁর মা করোনা নেগেটিভ হলেও, একসঙ্গে থাকার ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মা আক্রান্ত হচ্ছেন কি না, তা দেখার জন্য মাঝেমধ্যে তাঁর নমুনা পরীক্ষা করা হবে। একের পর এক কর্মীর দেহে করোনা সংক্রমণ মেলায় নতুন রোগী ভর্তি বন্ধ রেখেছিলেন বাগবাজারের একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার থেকে ফের রোগী ভর্তি শুরু হবে বলে জানিয়েছে ওই নার্সিংহোম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement