গ্রাফিক: তিয়াসা দাস
করোনা সংক্রমণের ভয় এড়িয়েই বড়দিনে রাস্তায় নেমেছেন মানুষ। তবে মানুষ যে ক্রমে সতর্ক হচ্ছেন, ধীরে ধীরে সংক্রমিতের সংখ্যা হ্রাস পাওয়াতেই সেই বিষয়টি পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৪১ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মৃত্যু হয়েছে ৩১ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৫৩৬-এ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,২০,৪৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১,৯৫৪ জন।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩.৮৪ শতাংশে। বৃহস্পতিবার তা ছিল ৩.৯৮ শতাংশ। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। বৃহস্পতিবার রাজ্যে ৪০ হাজার ৮৯ জনের মধ্যে ১,১৫৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৪ হাজার ৭৫৫ জন। যদিও তার মধ্যে ৫ লক্ষ ২০ হাজার ৪৭০ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ফলে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৪৯। সক্রিয় রোগীর হিসেবে সংখ্যাটি বৃহস্পতিবারের তুলনায় (১৫ হাজার ১৯৩) কম।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)
আরও পড়ুন: সিঙ্গুর-বিতর্ক সামলাতে ময়দানে বেচারাম, ঘুরিয়ে কটাক্ষ বিরোধীদের
আরও পড়ুন:জেদ ধরে আছেন মোদী, তাই কৃষক আন্দোলন মিটছে না, তোপ অধীরের