coronavirus

Covid 19: ৭২ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৩ হাজারের নীচে, তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়ল ফের

উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় ৩৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কলকাতাতে শেষ ২৪ ঘণ্টায় ২৮৭ জন আক্রান্তের সন্ধান মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:১৭
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস

৭২ দিন পর রাজ্যে ৩ হাজারের নীচে নেমে গেল দৈনিক সংক্রমণ। গত ৮ এপ্রিল ২ হাজার ৭৮৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তার পর প্রতি দিনই ৩ হাজারের অনেক উপরেই ছিল দৈনিক সংক্রমণ। এ বার গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮৮- এ নেমে এল। তবে চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রতি দিনই একটু একটু করে সংখ্যা বাড়ছে। শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯১। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪০।

Advertisement

শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ৭৭ হাজার ৩৭ জন। করোনার দ্বিতীয় তরঙ্গের দাপটে যে ভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছিল সংক্রমণের হার, তা এখন অনেকটাই কমেছে। রাজ্যে এখন দৈনিক সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ৫.৪৫ শতাংশে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে ২ হাজার ১১২ জন।

জেলাভিত্তিক হিসাব করলে দেখা যাবে, এখনও সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮৭। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৯, হুগলিতে ১৭২, হাওড়ায় ১৭৫, পূর্ব মেদিনীপুরে ২৬৫, জলপাইগুড়িতে ১৮৮ ও দার্জিলিঙে ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। ওই সময়ে উত্তর ২৪ পরগনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। বাকি কোনও জেলাতেই মৃত্যু সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছয়নি।

Advertisement

টিকাকরণের বিচারেও রোজই একটু একটু করে এগিয়ে যাচ্ছে রাজ্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা পেয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৪৮৯ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন