ওয়েবসাইটে ভর্তির তথ্য দিতে নির্দেশ আইকিউ-কে

উপযুক্ত যোগ্যতা না থাকলেও চড়া ‘ক্যাপিটেশন ফি’-র বিনিময়ে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হচ্ছে বলে হাইকোর্টে মামলা করেছিলেন কিছু অভিভাবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৬
Share:

উপযুক্ত যোগ্যতা না থাকলেও চড়া ‘ক্যাপিটেশন ফি’-র বিনিময়ে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হচ্ছে বলে হাইকোর্টে মামলা করেছিলেন কিছু অভিভাবক।

Advertisement

শুক্রবার ‘ম্যানেজমেন্ট কোটা’য় ভর্তির জন্য আবেদনকারীদের মেধাতালিকা ও জন্মতারিখ কলেজের ওয়েবসাইটে দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিকেলেই ওয়েবসাইটে তা দিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ।

এই কলেজের দেড়শো আসনের মধ্যে ৫০টি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা এবং বাকি ১০০টি নিট-এর মেধাতালিকা অনুযায়ী ভর্তির জন্য নির্দিষ্ট। সম্প্রতি ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ করেন অভিভাবকেরা। তাঁদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ি ‘ম্যানেজমেন্ট কোটা’য় আবেদনকারীদের মেধাতালিকা ও জন্মতারিখ প্রকাশের দাবি তোলেন। কলেজের আইনজীবী সুরজিৎ মিত্র পাল্টা দাবি করেন, ভর্তি-প্রক্রিয়ায় অস্বচ্ছতা নেই। কলেজ সূত্রে জানানো হয়েছে, ওয়েবসাইটে আবেদনকারীর নাম, জন্মতারিখ, নিট রোল নম্বর, নিট র‌্যাঙ্ক ও কলেজের র‌্যাঙ্ক উল্লেখ করা হয়েছে।

Advertisement

আইকিউ সিটি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফ্রান্সিস অ্যান্টনির দাবি, ‘‘বেআইনি কিছুই নেই। বুধবার সব কিছু আদালতে জমা করা হয়েছিল। আদালত সব খতিয়ে দেখে সন্তুষ্ট হয়েছে। শুক্রবারও নির্দেশ মতো তথ্য আপলোড করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement