মনুয়া মামলায় আর্জি খারিজ

বারাসতে যে ঘরটির মধ্যে অনুপম সিংহ খুন হয়েছিলেন, সেটি ঘুরে দেখার আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত মনুয়া মজুমদার ও অজিত রায়ের আইনজীবী। সোমবার তাদের সেই আর্জি খারিজ করে দিল বারাসত আদালত। আগামী ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১০
Share:

মনুয়া মজুমদার। ফাইল চিত্র

বারাসতে যে ঘরটির মধ্যে অনুপম সিংহ খুন হয়েছিলেন, সেটি ঘুরে দেখার আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত মনুয়া মজুমদার ও অজিত রায়ের আইনজীবী। সোমবার তাদের সেই আর্জি খারিজ করে দিল বারাসত আদালত। আগামী ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

গত বছরের ৩ মে হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন অনুপম। সেই ঘটনায় তাঁর স্ত্রী মনুয়া এবং স্ত্রীর প্রেমিক অজিতের বিরুদ্ধে খুনের চার্জশিট দিয়েছে পুলিশ। সেই মামলার বিচারই চলছে বারাসত আদালতে। এ দিনও আদালতে হাজির ছিল মনুয়া ও অজিত। যেহেতু খুন আর তার আগে-পরের সব কিছুই ঘটেছে ওই ঘরটির মধ্যে, তাই মামলার স্বার্থেই জায়গাটি এক বার ঘুরে দেখার আবেদন জানিয়েছিলেন মনুয়ার আইনজীবী সুব্রত বসু। সেই আর্জির বিরোধীতা করে সরকারি কৌঁসুলি বিপ্লব রায় জানিয়েছিলেন, এমন আবেদনের গ্রহণযোগ্যতা নেই। এ সব করে আসলে আদালতের সময় দীর্ঘায়িত করা ছাড়া অন্য কিছুই হচ্ছে না। দু’পক্ষের সেই শুনানির পরে এ দিন বারাসত আদালতের ফার্স্ট ট্রাক কোর্টের চতুর্থ দায়রা বিচারক বৈষ্ণব সরকার সেই আর্জি বাতিল করে দেন। ওই মামলায় মনুয়ার বাবা নির্মল মজুমদারের সওয়াল-জবাব চলছিল। এ দিন বিপ্লববাবু বলেন, ‘‘মামলার পরবর্তী শুনানিতে ফের সেই সাক্ষ্যগ্রহণ পর্ব ও সওয়াল-জবাব প্রক্রিয়া চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement