সিপিআইয়ের সঙ্গে আন্দোলনে কংগ্রেসের না

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুন্ডারাজ, বিরোধীদের উপর পুলিশ ও সমাজবিরোধীদের মিলিত হামলা, কৃষকের ফসলের দাম না পাওয়া, বিদ্যুতের দাম বৃদ্ধি— ইত্যাদির প্রতিবাদে সিপিআই আন্দোলনে নামছে। দলের রাজ্যে সম্পাদক প্রবোধ পণ্ডা সোমবার বলেন, ‘‘রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে প্রতিটি পুরসভা এবং ব্লকের সামনে ২৩-৩০ জুন অবস্থান বিক্ষোভ করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৪:০৬
Share:

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুন্ডারাজ, বিরোধীদের উপর পুলিশ ও সমাজবিরোধীদের মিলিত হামলা, কৃষকের ফসলের দাম না পাওয়া, বিদ্যুতের দাম বৃদ্ধি— ইত্যাদির প্রতিবাদে সিপিআই আন্দোলনে নামছে। দলের রাজ্যে সম্পাদক প্রবোধ পণ্ডা সোমবার বলেন, ‘‘রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে প্রতিটি পুরসভা এবং ব্লকের সামনে ২৩-৩০ জুন অবস্থান বিক্ষোভ করা হবে।’’ এই বিক্ষোভে সমস্ত বাম ও গণতান্ত্রিক শক্তি, এমনকী কংগ্রেসকেও আহ্বান জানিয়েছেন প্রবোধবাবু।

Advertisement

দাবিগুলির সঙ্গে সহমত হলেও কংগ্রেস কিন্তু সিপিআই-সহ কোনও বাম দলের সঙ্গে যৌথ আন্দোলনের পক্ষে নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘বিভিন্ন সময় বামেদের সঙ্গে সহমত হয়েছি। ওঁরাও আমাদের সঙ্গে একমত হয়েছেন। কিন্তু তার মানেই যৌথ আন্দোলন নয়।’’ অধীরবাবু বলেন, ‘‘সিপিআই যে বিষয়গুলি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামছে, আমরাও তা নিয়ে আন্দোলনে নেমেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement