CPI

চাকরি-প্রার্থীদের কাছে সিপিআই

ময়দান চত্বরে অবস্থানের ৫৭২ দিনে চাকরি-প্রার্থীদের সিপিআইয়ের তরফে পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, তমোনাশ ভট্টাচার্য, নন্দ সেনগুপ্ত, পারমিতা দাশগুপ্তেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ০৬:৩৭
Share:

চাকরি-প্রার্থীদের অবস্থানে সিপিআই নেতারা। নিজস্ব চিত্র।

নিয়োগের দাবিতে আন্দোলনরত স্কুল সার্ভিস কমিশনের (এসএলএসটি) চাকরি-প্রার্থীদের সঙ্গে দেখা করে এলেন সিপিআইয়ের নেতারা। ময়দান চত্বরে অবস্থানের ৫৭২ দিনে চাকরি-প্রার্থীদের সিপিআইয়ের তরফে পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, তমোনাশ ভট্টাচার্য, নন্দ সেনগুপ্ত, পারমিতা দাশগুপ্তেরা। দলের যুব ফেডারেশন, মহিলা সমিতি এবং বিটিইএ-র প্রতিনিধিরা ছিলেন ওই দলে। অবস্থান-মঞ্চে সোমবার চাকরি-প্রার্থী দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। সিপিআইয়ের প্রতিনিধি দলে চিকিৎসক থাকায় প্রাথমিক চিকিৎসা হয়। সিপিআই নেতারা আশ্বাস দিয়েছেন, অবস্থান-মঞ্চে মেডিক্যাল টিমের ব্যবস্থা করবেন। প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার বলেন, ‘‘ওঁরা যে কঠিন লড়াই চালাচ্ছেন, তার সঙ্গী আমরা সবাই। এঁদের চোখের জল সরকারের জন্য খুব ভারী হয়ে যাবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন