গুন্ডামি ঠেকাতে ধর্নার হুমকি

রাজ্যের ৭টি পুরসভার ভোটে শাসক দলের তাণ্ডব ঠেকাতে রাজ্য নির্বাচন কমিশন কার্যকরী পদক্ষেপ না করলে ভোটের দিন ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৩:৩৭
Share:

রাজ্যের ৭টি পুরসভার ভোটে শাসক দলের তাণ্ডব ঠেকাতে রাজ্য নির্বাচন কমিশন কার্যকরী পদক্ষেপ না করলে ভোটের দিন ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। ডোমকল বা রায়গঞ্জের মতো পুরসভা এলাকায় দুষ্কৃতী বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বলে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংহের সঙ্গে দেখা করে অভিযোগ জানান বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, সিপিএম ও সিপিআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর ২ সদস্য রবীন দেব ও প্রবীর দেব। তখনই কমিশনারকে তাঁরা জানান, ভোটের দিন গণ্ডগোল চললে কমিশনারের দফতরেই তাঁরা ঘেরাও করে ধর্নায় বসবেন।

Advertisement

মান্নান, সুজনদের অভিযোগ, ডোমকল, রায়গঞ্জ বা পূজালি পুর এলাকায় সুস্থ ও অবাধ ভোটের পরিবেশ নেই। শাসক দলের হয়ে দুষ্কৃতী বাহিনী ময়দানে নেমে পড়েছে। প্রশাসন ঠুঁটো জগন্নাথ। কমিশনারের আশ্বাস, কমিশনের পক্ষে যা করণীয়, করা হবে। যদিও সেই আশ্বাসে বিশেষ ভরসা নেই বিরোধীদের। মান্নান পরে বলেন, ‘‘যে নেতা-মন্ত্রীদের জেলে যাওয়া উচিত, তাঁরাই পুর এলাকায় গিয়ে উস্কানি দিচ্ছেন! সুষ্ঠু ভোট না হলে সে দিন কমিশনেই ধর্নায় বসব।’’ সিপিএমের রবীনবাবুরও বক্তব্য, ‘‘ভোটকে প্রহসনে পরিণত করতে চাইছে শাসক দল। ভোটের দিন এমন চললে কমিশনেই ধর্নায় বসা হবে।’’

কমিশনে এ দিনের দরবার নিয়ে বামফ্রন্টে অবশ্য এক প্রস্ত মনোমালিন্যও হয়েছে। আরএসপি-র তরফে কেউ প্রতিনিধিদলে ছিলেন না। ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি কমিশনে গিয়ে যখন দেখেন কংগ্রেসের মান্নানও আছেন, তিনি আর প্রতিনিধিদলে সঙ্গী হননি! তাঁদের যুক্তি, বামফ্রন্টের প্রতিনিধিদল যাওয়ার কথা ছিল। কংগ্রেস থাকবে, বলা হয়নি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement