Indrajit Ghosh

বংশগোপালের পথে বহিষ্কার ইন্দ্রজিৎকেও

দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ সিটুর তরফে অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি-সহ চাকরি-প্রার্থী মঞ্চেরও সমন্বয়ক ছিলেন দীর্ঘ দিন। ডিওয়াইএফআই থেকে উঠে আসা, কলকাতার নেতা ইন্দ্রজিতের বিরুদ্ধে দলের গত রাজ্য সম্মেলনের পরে অভিযোগ জমা পড়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৬:১৪
Share:

বহিষ্কৃত সিপিএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ। — নিজস্ব চিত্র।

ব্যক্তিগত জীবনে অনৈতিক আচরণের দায়ে সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দিয়ে শারীরিক সম্পর্ক সংক্রান্ত অভিযোগ এনেছিলেন সিপিএমেরই সদস্য এক তরুণী। দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) তদন্ত রিপোর্টের ভিত্তিতে সিপিএমের গঠনতন্ত্রের ১৯ (চ) ধারায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদিত হল সিপিএমের রাজ্য কমিটিতে। দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ সিটুর তরফে অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি-সহ চাকরি-প্রার্থী মঞ্চেরও সমন্বয়ক ছিলেন দীর্ঘ দিন। ডিওয়াইএফআই থেকে উঠে আসা, কলকাতার নেতা ইন্দ্রজিতের বিরুদ্ধে দলের গত রাজ্য সম্মেলনের পরে অভিযোগ জমা পড়েছিল। সাম্প্রতিক কালে মহিলাদের আনা অভিযোগের প্রেক্ষিতে সিটুর বংশগোপাল চৌধুরীর পরে সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত নেতা ইন্দ্রজিৎ ব্যক্তিগত আচরণের দায়ে বহিষ্কৃত হলেন। একই কারণে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদ এবং পরে রাজ্য কমিটি থেকে সরে যেতে হয়েছিল সুশান্ত ঘোষকে। অভিযোগের ভিত্তিতে নিলম্বিত (সাসপেন্ড) হলেও তদন্তের পরে অবশ্য মুক্ত হয়েছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন