সিপিএমের ডাকে সম্প্রীতি মিছিল। মহেশতলা এলাকায়। —নিজস্ব চিত্র।
মহেশতলার ঘটনার পরে শান্তি-মিছিল থেকে বাম নেতাদের ধরপাকড় করে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই এলাকাতেই ফের শান্তি-মিছিল করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দু’দলকেই নিশানা করল সিপিএম। সেই সঙ্গেই তারা সরব হল রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে। সন্তোষপুর রেলগেট থেকে বুধবার বিকালে রবীন্দ্রনগর পর্যন্ত বৃষ্টির মধ্যে মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই।
সিপিএমের ডাকে সম্প্রীতি মিছিল। মহেশতলা এলাকায়। —নিজস্ব চিত্র।
মিছিলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী প্রমুখ। মিছিল শেষে সেলিমের তোপ, ‘‘আরএসএস-বিজেপি ধর্মকে টেনে নামিয়েছে রাস্তার নালায়! আর তৃণমূল কংগ্রেস ওই দলকে কৌশলে সাহায্য করে চলেছে। উপরন্তু এই তৃণমূল পুলিশকে দলদাস বানিয়ে মস্তান, ধর্ষকদের বাড়বাড়ন্ত করে তুলেছে। দুই দলই নানা হাঙ্গামায় মদত দিয়ে সর্বনাশের রাস্তায় নিয়ে যাচ্ছে বাংলাকে।’’ সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার ডাক দেওয়ার পাশাপাশিই সেলিমের মন্তব্য, ‘‘পুলিশকে কয়লা-গরু চুরি পাচারের টাকায় পুষ্ট করা হচ্ছে। পুলিশকে সংবিধান, আইন মেনে মেনে চলতে হবে। আপনারা নিজেদের উর্দির সম্মান বজায় রাখুন!’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে