হামলার নালিশ

ভোটের প্রচারে বেরিয়ে রবিবার মগরাহাট পশ্চিম কেন্দ্রে সংগ্রামপুরের কাছে আক্রান্ত হলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৪:০৫
Share:

ভোটের প্রচারে বেরিয়ে রবিবার মগরাহাট পশ্চিম কেন্দ্রে সংগ্রামপুরের কাছে আক্রান্ত হলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। এতে কয়েক জন জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সিপিএমের অভিযোগ, নির্বাচনের দিন ঘোযণা হয়ে যাওয়ার পরেও গিয়াসউদ্দিন লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন। এ দিনও তিনি ওই গাড়ি নিয়েই হামলায় নেতৃত্ব দেন। দলের রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ জানান, পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে। উস্তি থানায় এফআইআর হয়েছে। অভিযোগ তৃণমূল মানেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement