CPM

হোয়াটসঅ্যাপ স্বেচ্ছাসেবক

স্মার্ট ফোনের যুগে হোয়াটসঅ্যাপ স্বেচ্ছাসেবকের জন্য আবেদন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২০ ০৪:৩৮
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

ঠিক ২৫ বছর আগে এই দিনে দেশের প্রথম মোবাইল পরিষেবা সূচনার ফোনটি করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মহাকরণ থেকে তিনি ফোন করেছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরামকে। সেই ঘটনা স্মরণ করিয়েই প্রতি বুথে হোয়াটসঅ্যাপ স্বেচ্ছাসেবকের জন্য আবেদন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর বক্তব্য, বসু সেই প্রথম ফোন করার পরে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে মোবাইল ব্যবহার শুরু হয়েছিল চিত্তব্রত মজুমদারের উদ্যোগে। তখন মোবাইল ব্যবহার সহজ ছিল না, জনাছয়েকের জন্য জরুরি যোগাযোগের ব্যবস্থা হয়েছিল। এখন স্মার্ট ফোনের যুগে হোয়াটসঅ্যাপ স্বেচ্ছাসেবকের জন্য আবেদন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন