মমতার ‘উত্তীর্ণে’ পা রাখছে সিপিএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উত্তীর্ণ’ উদ্বোধন করার পর থেকে এখন পর্যন্ত সেখানে কেবল সরকারি অনুষ্ঠান হয়েছে। এ বারই প্রথম বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি হবে সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:৩২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

রাজ্য সরকারের তৈরি নতুন প্রেক্ষাগৃহ ‘উত্তীর্ণ’তে রাজনৈতিক কর্মসূচির হাতেখড়ি হচ্ছে এ বার। এবং সেটা করবে রাজ্যে শাসক দলের প্রবল প্রতিপক্ষ সিপিএম! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উত্তীর্ণ’ উদ্বোধন করার পর থেকে এখন পর্যন্ত সেখানে কেবল সরকারি অনুষ্ঠান হয়েছে। এ বারই প্রথম বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি হবে সেখানে। রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে সিপিএম যে বছরভর কর্মসূচি নিয়েছে, ১৭ নভেম্বর তার সমাপ্তি অনুষ্ঠানের জন্য ‘উত্তীর্ণ’ ভাড়া করেছে তারা। প্রথমে অবশ্য ওই অনুষ্ঠানের জন্য তারা অন্য সরকারি প্রেক্ষাগৃহেরই খোঁজ করেছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেই তাদের ‘উত্তীর্ণ’-এর কথা ভাবতে বলা হয়। তখন সিপিএমের রাজ্য নেতৃত্ব ওই মুক্তম়ঞ্চ দেখেন এবং তাঁরা সন্তুষ্টও হন। ১৭ তারিখ সিপিএমের অনুষ্ঠানে মূল বক্তা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement