CPIM

CPIM: জাতীয় প্রতীকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি

লোকসভায় বিরোধী দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এ দিন এই প্রসঙ্গে মন্তব্য করেছেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ০৫:১৩
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রের মোদী সরকার জাতীয় প্রতীকের যে ভাবে ‘বিকৃতি’ ঘটিয়েছে, তাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করল সিপিএম। নির্মীয়মান নতুন সংসদ ভবনের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অশোক স্তম্ভের উদ্বোধন করেছেন, তার সিংহের মূর্তির চেহারা বদলে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সাবেক শান্ত, সৌম্য চেহারার সিংহের বদলে কেন দাঁত বার করা আগ্রাসী সিংহ সেখানে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই প্রেক্ষিতেই সিপিএমের পলিটবুরো সদস্য ও দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুধবার বলেন, ‘‘অহিংসা পরম ধর্ম, এই মন্ত্র থেকে বিজেপি সরকার সরে এসেছে। কিন্তু জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এ সব নিয়ে যা খুশি করা যায় না! এর জন্য আইন আছে। আমরা মনে করি, সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়টিকে নজরে এনে পদক্ষেপ করা উচিত।’’ লোকসভায় বিরোধী দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এ দিন এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘‘গুজরাতের জঙ্গল থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে! সুন্দরবনে মানুষখেকো বাঘের সন্ধান পাওয়া যেত, ওরা এ বার নরখাদক নরখাদক সিংহ এনেছে! ভাবা যায়, পুরোহিতদের নিয়ে সংসদে পুজো হচ্ছে! সংসদের অনুষ্ঠান স্পিকারকে দিয়ে করানো হলো না কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন