Bangla Banchao Urban Phase

শহরাঞ্চলে ‘বাংলা বাঁচাও’, দীপ্সিতাদের পাল্টা পাঁচালি

উত্তরপাড়ায় সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধরেরা অধিকার আদায়ের জন্য বাম আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ সম্প্রতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫০
Share:

বিবেকানন্দ সেতু দিয়ে মশাল মিছিল করে দক্ষিণেশ্বরের পথে মীনাক্ষী মুখোপাধ্যায়েরা। ‘বাংলা বাঁচাও যাত্রা’য়। — নিজস্ব চিত্র।

গ্রামীণ এলাকায় জনসংযোগের প্রয়াসের পরে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ এসে পৌঁছল কলকাতার উপকণ্ঠে শহুরে এলাকায়। হুগলি জেলার ডানকুনি থেকে শুরু করে উত্তরপাড়া হয়ে মশাল মিছিল করে বালির বিবেকানন্দ সেতু পেরিয়ে রবিবার সন্ধ্যায় যাত্রা পৌঁছেছে দক্ষিণেশ্বরে। সেখানে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাসের হাতে পতাকা হস্তান্তর করেছেন হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। উত্তরপাড়ায় সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধরেরা অধিকার আদায়ের জন্য বাম আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ সম্প্রতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ্সিতা পাল্টা ‘অপশাসনের পাঁচালি’ পড়ছেন, গলা মেলাচ্ছেন মহিলারা। এর আগে চণ্ডীতলার গরলগাছার সভা থেকে তিনি বলেছেন, ‘‘বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। এক জন নিরপরাধ মানুষকে হঠাৎ করেই দোষী বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তামান্না, ‘তিলোত্তমা’, আনিস খান হত্যায় দোষীদের শাস্তি হয় না। সেই বাংলাও কি আদতে ভাল আছে বলে মনে হয়?’’ হুগলিতে শ্রমিক মহল্লা পার করার পরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল আজ, সোমবার অতিক্রম করার কথা সিপিএমের ওই যাত্রার। দক্ষিণ দমদমে রাতের বিরতি নিয়ে আজ নাগেরবাজার থেকে যাত্রা ফের শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন