Cyclone Asani

‘অশনি’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৪ ঘণ্টায়, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

রবিবারই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’। হাওয়া অফিস সৈকতে থাকা পর্যটকদের সতর্ক করেছে। সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৪৯
Share:

প্রতীকী ছবি।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৪:২৩ key status

অশনির জেরে মঙ্গল থেকে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বাংলায়

মঙ্গল থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ১০মে দক্ষিণবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১১ এবং ১২মে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, দুই ২৪পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।  

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৪:১৬ key status

২৪ ঘণ্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘অশনি’

আলিপুর জানিয়েছে, এখন অশনি সাধারণ ঘূর্ণিঝড় হলেও আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।  

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৪:০৪ key status

সৈকতে সাবধান!

আগামী কয়েকদিন দীঘা বা রাজ্যের অন্যান্য সৈকতগুলিতে সতর্কতা জারি করার কথা বলেছে আলিপুর। ১০ থেকে ১২ মে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। 

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৫৮ key status

ঝড়ের গতিপথ কোনদিকে, জানাল আবহাওয়া দফতর

আলিপুর জানাল, আপাতত মঙ্গলবার অর্থাৎ ১০ মে সন্ধ্যায় অন্ধ্র উপকূলে পৌঁছনোর কথা ‘অশনি’র। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূলের দিকে এগোবে। তবে কোন পথে স্থলভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৫৫ key status

মৎস্যজীবীদের সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর

সাংবাদিক বৈঠকে মৎস্যজীবীদের সতর্ক করে বলা হল আগামী কয়েকদিন বিশেষ করে ১০ থেকে ১২ মে তাঁরা যেন সমুদ্রে না যান। 

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৫৪ key status

ঘূর্ণি ঝড়ে দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার অর্থাৎ ১০ মে থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি শুরু হবে। ১০ থেকে ১২ মে হালকা বৃষ্টি হলেও ১১ তারিখ থেকে ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। 

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৫১ key status

সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতর

অশনি নিয়ে সাংবাদিক বৈঠক আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, আপাতত ওড়িশার উপকূলের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড়। গতিপথ উত্তর-পশ্চিমে। 

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৫০ key status

রবিবার সন্ধেয় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় অশনি রবিবার সন্ধেয় পরিণত হতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement